রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা: রাজধানীর সূত্রাপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। শুক্রবার (১১ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের তিন সন্তান।
দগ্ধদের মধ্যে রয়েছেন মো. রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের সন্তান রোকন (১৪), তামিম (২২) এবং এক বছরের শিশু আয়েশা। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের সবারই শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, রোকনের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ এবং শিশুটি আয়েশার ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালিও পুড়ে গেছে, ফলে তাদের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, রাতে ঘুমিয়ে ছিলেন তারা সবাই। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি চিকিৎসা শেষে সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মতে, গ্যাস লিকেজের বিষয়টি আগে থেকে বোঝা গেলে হয়তো এই বিপদ এড়ানো যেত। এ ধরনের ঘটনায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন চিকিৎসক ও এলাকাবাসী।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
test