পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ, আহত ১

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর পল্লবীতে এক নির্মাণ প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনা ঘটে শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামক একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির দাবি, এক সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় গতকাল ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল প্রতিষ্ঠানটিতে হামলা চালায় এবং গুলি ছোড়ে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, এর আগেও ২৭ জুন এবং ৪ জুলাই দুই দফায় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অফিসে হামলা চালায় ও সিসি ক্যামেরাসহ বেশ কিছু জিনিস ভাঙচুর করে নিয়ে যায়। এসব বিষয়ে তারা পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলায় আহত শরিফুল ইসলাম থানায় এসে মামলা করবেন। হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
এদিকে রাজধানীতেই এর আগে এমনই চাঁদা সংক্রান্ত ঘটনায় হত্যার শিকার হন ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ, মাসিক দুই লাখ টাকা চাঁদা না দেওয়াতেই সোহাগকে হত্যা করা হয়।
এই ধারাবাহিক সন্ত্রাসী তৎপরতা নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ী নেতারা দ্রুত এসব ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।