সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়াল সরকার

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়াল সরকার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। আজ রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা—যারা সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তাসহ)-তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ এর আওতায় সংশ্লিষ্ট অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এসব কর্মকর্তারা।

উল্লেখযোগ্য যে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের এ ক্ষমতা প্রদান করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে দুই মাস মেয়াদ করে এই ক্ষমতা নবায়ন করে আসছে সরকার।

বিশেষ এই দায়িত্বের আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সুবিধা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ