রংপুরে হত্যাচেষ্টা মামলার আসামি স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখারুল ইসলাম শুভ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল, শনিবার (১২ জুলাই) রাতে রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুভ নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। সে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলো। শুভর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন, আওয়ামী সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে শুভ আত্মগোপনে ছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।