জয়ের সিআরআই ও পুতুলের সূচনা ফাউন্ডেশনের অনুদান-সংক্রান্ত নথি চেয়ে এনবিআরে দুদকের চিঠি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বাধীন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনকে প্রদত্ত দান ও অনুদানের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সূত্র জানায়, ২০১৬ ও ২০২৩ সালে সূচনা ফাউন্ডেশনের আয় ও প্রতিষ্ঠানটির অনুকূলে দান বা অনুদানের আয়কর মওকুফ করে এনবিআর দুটি প্রজ্ঞাপন জারি করে। দুদকের অনুসন্ধান দল সেই প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআরের কাছে এসব তথ্য চেয়েছে।
এ বিষয়ে দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়।
চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে—এসআরও নং-৮৭-আইন/২০১৬ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের জন্য দান ও অনুদান প্রদানকারীদের কর ছাড় সংক্রান্ত নোটশিটসহ নথিপত্র সরবরাহ করতে হবে। একইসঙ্গে ওই নথিপত্র যেসব কর্মকর্তা-কর্মচারীর হেফাজতে আছে, তাঁদের নাম, পদবি, বয়স, ঠিকানা ও যোগাযোগ নম্বরসহ কর্মবণ্টন তালিকার সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অনুসন্ধানের স্বার্থে নথি তলব করা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রয়োজন অনুযায়ী অনুসন্ধান টিম এমন পদক্ষেপ নিয়ে থাকে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।