প্রশাসনের ভরসা না পেয়ে হেলমেটে বসালেন সিসিটিভি ক্যামেরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
প্রতিদিন হুমকি, হামলার আতঙ্কে রাস্তায় বের হন হেলমেটে বসানো সিসিটিভি ক্যামেরা পরে-এমনই এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে ভারতের ইন্দোর শহরে।
সতীশ চৌহান নামের এক যুবক এই ব্যবস্থা নিয়েছেন। তার অভিযোগ, প্রতিবেশী বলিরাম ও মুন্না চৌহানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সম্প্রতি এসব নিয়ে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি।
বাড়ির ভেতরে ঢুকে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলেও জানান সতীশ। এমনকি ঘরে থাকা সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাননি বলে জানান তিনি।
শেষমেশ নিজের সুরক্ষায় অভিনব উপায় বের করেন সতীশ-মাথায় হেলমেট পরে তাতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাস্তায় বের হন যেন সবকিছু ভিডিও প্রমাণ হিসেবে থাকে।
এই ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “দেখতে মজার লাগলেও বাস্তবতা ভয়াবহ। কেউ যদি নিরাপত্তার জন্য নিজেই এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়, তা প্রশাসনের জন্য বড় ব্যর্থতা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।