পিআর পদ্ধতিতে আগ্রহী নয় বিএনপি, জানালেন সালাহউদ্দিন আহমদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বর্তমানে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি—এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৪ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
সালাহউদ্দিন বলেন, “আমরা আগের অবস্থানেই আছি। বিএনপি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট চায়, যা ৩১ দফার ভিত্তিতে প্রস্তাবিত। সেখানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিভিন্ন শ্রেণির প্রতিনিধিত্ব থাকবে।
তিনি জানান, বিএনপি প্রস্তাবিত উচ্চকক্ষটি হবে ১০০ আসন বিশিষ্ট। তবে বিষয়টি নিয়ে এখনো মতভেদ রয়েছে। বহু রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে একমত হয়নি। এমনকি কেউ কেউ এ ধরনের ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন।
বিএনপি বলছে, দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি মজবুত করাই তাদের লক্ষ্য। তবে পিআর পদ্ধতির বিষয়ে তারা এখনই কোনো অগ্রসর পদক্ষেপ নিতে আগ্রহী নয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।