বিএসবির খায়রুল বাশারকে আদালতে আনার সময়, কিল ঘুষি ডিম নিক্ষেপ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার সময় ক্ষুব্ধ ভুক্তভোগীদের তোপের মুখে পড়েছেন তিনি। এ সময় উপস্থিত অনেকেই তাকে কিল, ঘুষি, লাথি মারেন এবং ডিম নিক্ষেপ করেন।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে বাশারকে আদালতের হাজতখানা থেকে তোলা হয়। আদালতের গেটে পৌঁছেই তার দিকে ডিম ছোড়েন ভুক্তভোগীরা। পরে পুলিশ দ্রুত তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর এজলাসে নিয়ে যায়।
সিঁড়ি দিয়ে ওঠার সময় বাশারের ওপর হামলা চালান বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী। আদালত কক্ষে প্রবেশের আগ পর্যন্ত চলতে থাকে গালাগাল ও ধাক্কাধাক্কি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা কমেনি।
আদালতে শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী বলেন, খায়রুল বাশার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান পরিচয়ে লন্ডন, আমেরিকা, কানাডা ও ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে।
রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, তিনি রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থাকে ব্যবহার করে একটি বড় ধরনের প্রতারণা চালিয়েছেন। চার হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
আদালতে বিচারক বাশারকে একাধিক প্রশ্ন করেন, যার বেশিরভাগের উত্তর তিনি দেননি। একপর্যায়ে বিচারক বলেন, "আপনার মানবিকতা কি একবারও জাগ্রত হয়নি?" তিনি এ সময়ও নীরব ছিলেন।
শুনানি শেষে আদালত বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
সোমবার (১৪ জুলাই) সিআইডি তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৪১ জন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ১৮ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।