বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে শুল্ক, কর ও ভ্যাট ব্যবস্থাপনার ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৫ জুলাই, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এনবিআর চেয়ারম্যান ও আইআরডি সচিব আবদুর রহমান খানের সই করা বার্তায় বলা হয়, বিভাগীয় তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাঁরা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

২২ জুনের বদলির নির্দেশ অমান্য করে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন অভিযুক্ত কর্মকর্তারা। পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে তাঁরা রাজস্ব খাতে কাঠামোগত সংস্কারের দাবিতে আন্দোলনে জড়ান। ২৮ ও ২৯ জুন দেশজুড়ে কর্মবিরতি চলার পর ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত হয়, তবে কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নিতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ মোট ১৪ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর মধ্যে রয়েছেন মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, যিনি এনবিআর ঐক্য পরিষদের সভাপতি, ও ঢাকার কর অঞ্চল–৮–এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যিনি সহসভাপতি।

আন্দোলন শুরুর পর থেকে তিনজন সদস্য ও একজন কমিশনার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এনবিআর ও দুদকের যৌথ তদন্তে আরও ১৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।

১২ মে জারি হওয়া অধ্যাদেশে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—দুটি বিভাগ তৈরির সিদ্ধান্তের পর থেকেই কর্মকর্তা–কর্মচারীরা ‘সব পক্ষের মতামত নিয়ে যৌক্তিক সংস্কারের’ দাবিতে একাধিক কর্মসূচি পালন করেন। আজকের সিদ্ধান্তকে এ ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ