রংপুরের আট বছরের আতিফা আমাতুল্লাহ আওফা মাত্র চার মাসে কুরআনের হাফেজা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রংপুরে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী আতিফা আমাতুল্লাহ আওফা মাত্র চার মাস ১৮ দিনে পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিবারের অনুপ্রেরণা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিজের কঠোর পরিশ্রমের কারণে অল্প বয়সেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
রংপুর: তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার আট বছর বয়সী শিক্ষার্থী আতিফা আমাতুল্লাহ আওফা মাত্র চার মাস ১৮ দিনে পুরো কুরআন মুখস্থ করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সাধারণত একটি শিশুকে হাফেজ হতে তিন বছর পর্যন্ত সময় লাগে; সেখানে আওফার কৃতিত্ব এক অনন্য মাইলফলক।
আওফার বাবা আবু মোহাম্মদ হানজালা বলেন, ‘মোবাইল গেম বা খেলাধুলার পরিবর্তে মেয়েটি সবসময় কুরআনের আয়াত মুখস্থ করতে ব্যস্ত থাকত। ছোটবেলা থেকেই ইসলামে শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল।
মাদ্রাসার রংপুর জোনের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন জানান, ২০১৭ সাল থেকে তাদের প্রতিষ্ঠানে বর্তমানে ১,২০০-এরও বেশি শিক্ষার্থী আছে; এর মধ্যে আওফার সাফল্য সবচেয়ে দ্রুততম। তিনি বলেন, ‘আওফার নিষ্ঠা ও পরিশ্রম, পরিবারিক সহযোগিতা এবং আল্লাহর রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে আওফা বলেন, ‘আমি ভবিষ্যতে ইসলামি জ্ঞান চর্চা করে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।