গোপালগঞ্জে হামলায় শাহবাগ মোড় অবরোধ এনসিপির

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপির নেতাকর্মীরা।
আজ বুধবার ( ১৬ জুলাই) বিকাল সোয়া পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও এতে যোগ দিয়েছেন।
এসময় ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাই আহত কেন , প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়'সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুকী এহসান বলেন, আজকে গোপালগঞ্জে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার কারণেই আমাদের সহযোদ্ধাদের উপর আওয়ামী লীগের লোকজন হামলা করার সাহস দেখিয়েছে। প্রশাসনের এই ব্যর্থতার প্রতিবাদে আমাদের আজকের এই অবরোধ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।