আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দক্ষিণে, এবং এর গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার, যা একে আরও বিপজ্জনক করে তোলে।
জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির প্রভাব দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেনেডি এন্ট্রান্স থেকে ইউনিম্যাক পাস পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সতর্কতা কার্যকর রয়েছে। তবে আলাস্কার বাইরের অঞ্চলে এখন পর্যন্ত সুনামির আলাদা কোনো সতর্কতা জারি হয়নি।
উল্লেখ্য, আলাস্কা পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এটি 'রিং অব ফায়ার'-এর অংশ, যেখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। ১৯৬৪ সালে সেখানে ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে নথিভুক্ত।
সর্বশেষ বড় ভূমিকম্পটি ঘটে ২০২৩ সালের জুলাই মাসে, যার মাত্রা ছিল ৭.২। তবে এবারের মতো সুনামির আশঙ্কা সে সময় দেখা দেয়নি।
আলাস্কার স্থানীয় প্রশাসন ইতোমধ্যে জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে এবং উপকূলীয় এলাকাগুলোতে সর্তক নজরদারি শুরু করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।