ট্রাম্পের শুল্ক যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির আনুষ্ঠানিক জবাব দিতে তারা তাড়াহুড়া করছে না মস্কো। তবে কোনো ধরনের চূড়ান্ত আল্টিমেটাম তারা মানবে না। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি এবং ইউক্রেনে অস্ত্র সহায়তার সিদ্ধান্তের পরিণতি বিশ্লেষণে সময় প্রয়োজন।
ক্রেমলিন জানায়, ইউক্রেনে অস্ত্র সরবরাহ নতুন নয়—এটি বহু বছর ধরেই চলছে, এবং রাশিয়া এ বিষয়টি সামাল দিতে সক্ষম। তবে যুক্তরাষ্ট্র যদি দীর্ঘপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমাহীন করে দেয়, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। তখন রাশিয়ার ভেতরের ঘাঁটি ও রসদ সরবরাহ কেন্দ্রগুলো সরাসরি হামলার আওতায় চলে আসবে।
বিশ্লেষকরা বলছেন, পুতিন ও ট্রাম্প পরস্পরকে কঠিন কৌশলগত অবস্থানে নিয়ে গেছেন। তবে মস্কো মনে করে, ট্রাম্প রাশিয়ার অংশীদার দেশগুলোর উপর শুল্ক আরোপ করে উপকারে আসবেন না। উদাহরণস্বরূপ, ভারত যদি লক্ষ্যবস্তু হয়, তবে তা আমেরিকার স্বার্থের পরিপন্থী হবে, কারণ বর্তমানে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে কৌশলগত মিত্র বানাতে চায়।
এছাড়া চীনের সাথেও যদি নতুন শুল্ক যুদ্ধ শুরু হয়, তবে বর্তমানে যে সমঝোতার প্রচেষ্টা চলছে, তা ভেঙে গিয়ে নতুন সংঘাত শুরু হতে পারে।
অন্যদিকে, রাশিয়ার জন্য এই শুল্ক ও নিষেধাজ্ঞা বড় চাপ হয়ে উঠছে, বিশেষ করে যখন বিশ্ববাজারে তেলের দাম ৬০ ডলারের নিচে রয়েছে। এতে যুদ্ধ চালানো এবং অর্থনীতি মজবুত রাখা কঠিন হয়ে পড়বে।
বর্তমানে শান্তিপ্রক্রিয়া স্থবির, এবং আগামী ৫০ দিনে দুই পক্ষই সামরিক পথেই অগ্রগতি আনতে চায়। তারা আশা করছে, হয়তো এভাবেই তিন বছরের রক্তাক্ত অচলাবস্থা কাটিয়ে উঠা সম্ভব হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।