গোপালগঞ্জে মুজিববাদী ও আওয়ামী পন্থী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে

গোপালগঞ্জে মুজিববাদী ও আওয়ামী পন্থী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে মুজিববাদী ও আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি বলেছেন, তারা এনসিপি ও গণঅভ্যুত্থান নেতাদের হত্যার উদ্দেশ্যেই উগ্রবাদী কায়দায় গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে।

বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে কর্মসূচি শেষে মাদারীপুরে যাওয়ার পথে গাড়িবহরে হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও তারা হামলার শিকার হন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিনজন গুরুতর আহত হন এবং ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া একজন নিহত হয়েছেন বলে তারা শুনেছেন, যদিও বিষয়টি তদন্তাধীন রয়েছে। তাঁর মতে, প্রশাসন চাইলে আগেই নিরাপত্তা নিশ্চিত করতে পারত, কারণ হামলার আশঙ্কা ছিল আগে থেকেই।

আহ্বায়ক অভিযোগ করেন, গোপালগঞ্জ এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ফেরারি আসামিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক দল নয় বরং একটি উগ্র সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

গোপালগঞ্জের ঘটনায় মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি স্থগিত করা হলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফরিদপুরের কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। একইসঙ্গে গোপালগঞ্জের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, তাসনিম জারা, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ