ফরিদপুরে কড়া নিরাপত্তায় এনসিপির কর্মসূচি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফরিদপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে শহরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। বৃহস্পতিবার সকাল থেকে শহরের জনতা ইমামউদ্দিন স্কয়ারে সমবেত হতে থাকেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা।
জানা গেছে, খুলনা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সড়ক পথে ফরিদপুরে রওনা হয়েছেন। তাদের আগমনের পরই মূল পদযাত্রা শুরু হবে। এই পদযাত্রা শহরের সার্কিট হাউস থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে স্থাপিত মঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সারজিস রায়হান, সদস্য সচিব হাসনাত কবিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জুলাই মাসের গণআন্দোলনের চেতনা ও ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’র আহ্বান জানানো হবে। দলীয় নেতারা বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতা বাড়ানো এবং ‘গণআন্দোলনের চর্চা’কে বেগবান করা।
অন্যদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বারগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সক্রিয় দেখা গেছে।
ফরিদপুর জেলা প্রশাসন জানিয়েছে, কর্মসূচির আয়োজকদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।