৪৭% শুল্কের মুখে গ্রিসের প্রধান রপ্তানিযোগ্য কৃষি পণ্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গ্রিসের ম্যাসেডোনিয়া অঞ্চলে সাধারণত ফসল কাটার মৌসুম উৎসবমুখর পরিবেশে পালিত হয়। কিন্তু এবারের মৌসুমে পিচ চাষিরা উদ্বেগে দিন কাটাচ্ছেন। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের রপ্তানিপণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে গ্রিক পিচের উপর বর্তমান ১৭ শতাংশ শুল্ক বেড়ে দাঁড়াবে ৪৭ শতাংশে, যা কার্যকর হওয়ার কথা ১ আগস্ট থেকে।
চাষিদের অভিযোগ, এই সিদ্ধান্ত এসেছে একেবারে মৌসুমের মাঝামাঝি সময়ে, যখন উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে। ফলে এটি তাদের জন্য এক বিরাট আর্থিক আঘাত। গ্রিস পৃথিবীর বৃহত্তম টিনজাত পিচ রপ্তানিকারক দেশ এবং মার্কিন বাজারে গ্রিক পিচ পণ্যের মূল্য অর্ধ বিলিয়ন ডলারের বেশি। এই বাজার হারানো মানে গোটা খাতের জন্য দুঃস্বপ্ন।
একজন খামারি বলেন, “আমাদের দামের হার গত ২০ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। নতুন এই শুল্ক ভবিষ্যৎ আরও অন্ধকার করে তুলেছে।” যদিও অতীতে ট্রাম্প ঘোষিত অনেক শুল্ক নীতিই স্থগিত হয়েছে বা কিছু দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে এড়ানো গেছে, তারপরও অনিশ্চয়তা রয়েই গেছে।
ম্যাসেডোনিয়া অঞ্চলের ২০ হাজারেরও বেশি পরিবার পিচ চাষের ওপর নির্ভরশীল। তারা এখন শুধু ট্রাম্পের সিদ্ধান্ত বদলের আশায় অপেক্ষায় আছেন। কেউ কেউ বলছেন, ট্রাম্পের সিদ্ধান্ত অনেক সময় রাজনৈতিক কৌশল হিসেবেই আসে, যা শেষ পর্যন্ত কার্যকর হয় না। তবে এই মুহূর্তে, চাষিদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।