সহায়তার নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের সাবেক মুখপাত্র

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA-র সাবেক মুখপাত্র ক্রিস গানেস। তিনি বলেন, গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলো এখন কার্যত “মানব জবাইখানা” হয়ে উঠেছে। এসব কেন্দ্র পরিচালনা করছে GHF (গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফোরাম), যা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন।
গানেস বলেন, “ইসরায়েল সেনাবাহিনী ঘিরে রেখে ২৩ লাখ নিরস্ত্র ফিলিস্তিনি মানুষকে ক্ষুধার্ত করে রেখেছে। যারা খাদ্যের জন্য এগিয়ে আসে, তাদের গুলি করে হত্যা করা হচ্ছে।” তিনি দাবি করেন, হাসপাতালে নিয়ে যাওয়া আহতদের অনেক সময় অজ্ঞান না করেই অস্ত্রোপচার করা হচ্ছে, কারণ ওষুধ প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
তিনি ব্রিটিশ ও আমেরিকান সরকারসহ ইউরোপীয় শক্তির ভূমিকারও সমালোচনা করেন। “ইসরায়েল যেভাবে সাহায্যের নামে গণহত্যা চালাচ্ছে, তা সারা বিশ্বের চোখের সামনে সম্প্রচারিত হচ্ছে,” বলেন গানেস।
ইসরায়েল দাবি করেছে, GHF-এর সহায়তা বিতরণ ব্যবস্থা হামাসের হাত থেকে খাদ্য রক্ষা করতে তৈরি করা হয়েছিল। কিন্তু গানেস বলেন, এখন GHF নিজেই স্বীকার করছে যে অস্ত্রধারীরা সহায়তা লুট করছে, যা এই ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ।
তিনি জোর দিয়ে বলেন, UNRWA-এর মত অভিজ্ঞ ও পেশাদার সংস্থাকে পুনরায় নিয়োজিত করতে হবে। “UNRWA ১৯৫০ সাল থেকে গাজায় সহায়তা দিয়ে আসছে। ছয় সপ্তাহে ১,০০০ মানুষ নিহত হওয়ার ইতিহাস UNRWA-র কখনও ছিল না,” বলেন তিনি।
গানেসের মতে, এই সহায়তা কেন্দ্রগুলো আসলে এক ধরনের আধুনিক কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে, যেখানে মানুষ হয় ধ্বংসের জন্য আটকে রাখা হয় অথবা নির্বাসনে পাঠানো হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।