শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ লাশ, পরিচয় অজ্ঞাত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইরাকের আল-কুত শহরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো শহরে। বুধবার ঘটে যাওয়া এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের অনেকেই এতটাই দগ্ধ যে, তাঁদের চিহ্নিত করাও সম্ভব হচ্ছে না। কিছু মরদেহ এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে, যেগুলোর এখনো কোনো দাবিদার পাওয়া যায়নি।
একজন শোকাহত ব্যক্তি জানান, "আমি এই ঘটনায় আমার পরিবারের সাতজনকে হারিয়েছি। যদি সরকার এই ব্যর্থতাকে গুরুত্ব না দেয়, ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ পরিণতি আসবে।" স্থানীয়দের ভাষায়, ঘটনাস্থলের দৃশ্য ছিল মর্মবিদারক—একজন পিতা আগুনে পুড়ে মারা যান তাঁর সন্তানদের জড়িয়ে ধরেই, এক মায়ের দেহ পাওয়া যায় তাঁর সন্তানকে আঁকড়ে ধরে।
স্থানীয়রা অভিযোগ করছেন, শপিং মলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত ফায়ার এক্সিট বা অগ্নিনির্বাপক যন্ত্রের অভাব ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিরাপদে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। গ্রীষ্মকালে ইরাকে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বৈদ্যুতিক শর্ট সার্কিট, দাহ্য পদার্থের ভুল সংরক্ষণ এবং গাফিলতিকে দায়ী করা হয়।
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দুটি হাসপাতাল ও একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলছে, এটি কেবল দুর্ঘটনা নয়, এটি একটি অপরাধ। দেরিতে ফায়ার সার্ভিস পাঠানো ও সঠিক ব্যবস্থা না নেওয়ার দায়ে গভর্নর ও পুলিশ প্রধানকে দায়ী করছেন অনেকে।
সরকার তদন্ত ও জবাবদিহিতার আশ্বাস দিলেও, আল-কুতবাসীর শোক এখনো কাটেনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।