তিন দেশের বন্দিবিনিময় চুক্তি, মুক্ত ১০ মার্কিন নাগরিক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এক নাটকীয় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা এবং এল সালভাদরের মধ্যে নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে।
এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে সম্প্রতি এক ভিডিও বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক প্রেরিত প্রায় ২৫০ জন ভেনেজুয়েলান অভিবাসীকে তাঁর দেশে আটক করে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে রাখা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ থাকলেও অধিকাংশের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। এমনকি পরবর্তীতে একজন ব্যক্তির বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে বিতাড়নের বিষয়টিও স্বীকার করে ট্রাম্প প্রশাসন।
এই বন্দিবিনিময়ের মাধ্যমে বুকেলে জানান, যুক্তরাষ্ট্রে আটক থাকা বহু বছর ধরে নির্যাতিত ভেনেজুয়েলান রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে এবং একইসঙ্গে ভেনেজুয়েলায় আটক থাকা ১০ জন আমেরিকান নাগরিককেও মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই ভিডিওটি পুনঃটুইট করে বিষয়টির আনুষ্ঠানিক নিশ্চয়তা দেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একটি বিমান কারাকাস বিমানবন্দরে অবতরণ করে, যেখানে সাতটি শিশু তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়। এরা সবাই আগে যুক্তরাষ্ট্রে আটক এবং তাদের পরিবার ভেনেজুয়েলায় বিতাড়িত হয়েছিল।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিক ও রাজনৈতিক বিরোধীদের বন্দি করে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি এবং তেল নিষেধাজ্ঞা শিথিল করানোর কৌশল হিসেবে। দীর্ঘদিন ধরে চলা এই আলোচনা অবশেষে সফল হয়েছে এবং এতে কিছু পরিবার স্বস্তি পেলেও, ঘটনাটি তুলে ধরেছে কীভাবে মানবজীবন আজ পরিণত হয়েছে কূটনৈতিক লেনদেনের অস্ত্রে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।