লিবিয়ায় আটকে আছে লাখো মানুষের স্বপ্ন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
লিবিয়ায় কাজের আশায় প্রতিদিন ভিড় করছেন হাজারো আফ্রিকান অভিবাসী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে আট লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি অভিবাসী অবস্থান করছেন। এদের অনেকে ইউরোপের দিকে পাড়ি দিতে চান, তবে লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রাগুলোর একটি। ২০২৫ সালের শুরুর দিকেই ইতালি পৌঁছেছেন প্রায় ৩০ হাজার অভিবাসী, তবে পথিমধ্যে লিবিয়ান কোস্ট গার্ড আটক করেছে অন্তত ১২ হাজার জনকে।
ইউরোপীয় ইউনিয়নের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ত্রিপোলিতে এক বৈঠক করেন। তারা লিবিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ইউরোপগামী ছোট নৌকাগুলোর যাত্রা আরও কঠোরভাবে রোধ করা হয়। কিন্তু লিবিয়ার অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা চার দফা পরিকল্পনার মাধ্যমে অভিবাসী প্রবাহ ঠেকাতে চায়— সীমান্ত, মরুভূমি, শহর ও সমুদ্র পর্যায়ে।
লিবিয়ায় অভিবাসীবিরোধী মনোভাব বাড়ছে। অনেকেই এখন নিজেদের নিরাপদ মনে করছেন না এবং স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। গত পাঁচ বছরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ১ লাখের বেশি অভিবাসীকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরিয়ে নিয়েছে।
IOM-এর উপপ্রধান তোহিদ পাশা জানান, লিবিয়ায় আসা অধিকাংশ মানুষ ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে আসেন না। তারা মূলত কাজ খোঁজার জন্য বা নির্যাতন থেকে পালিয়ে এসেছেন। লিবিয়ার একজন অভিবাসী, নাইজার থেকে আগত জে, স্থানীয় একটি ক্যাফের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, "আমি ইউরোপে যেতে চাই না। আমি শুধু কাজ করে পরিবারকে সাহায্য করতে চাই।"
লিবিয়ায় কর্মসংস্থানে যুক্ত অভিবাসীরা দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। কিন্তু অনিশ্চয়তা ও বৈষম্যের কারণে তাদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।