ব্রিটেনে ভোটের নতুন অধ্যায়, ১৬-১৭ বছর বয়সীদের ভোটাধিকার প্রদান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাজ্যে ১৬ ও ১৭ বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে যাচ্ছে সরকার। সরকার বলছে, এটি গণতন্ত্রকে শক্তিশালী করার একটি উদ্যোগ। তবে সমালোচকরা বলছেন, এটি তরুণ ভোটারদের মন জয় করার একটি রাজনৈতিক কৌশল মাত্র।
অনেক তরুণই এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন। একজন ১৬ বছর বয়সী তরুণী বলেন, "আমি রাজনীতি নিয়ে সবসময়ই আগ্রহী, কিন্তু কিছু করতে পারতাম না। এখন অন্তত আমার মতামতের মূল্য থাকবে।" তার মতে, ১৬ থেকে ১৮ বছর বয়সে মানুষ দ্রুত পরিপক্ব হয়, এবং অনেক তরুণের মতামত যথেষ্ট সুগঠিত।
অন্যদিকে, কিছু বিশ্লেষক মনে করছেন, এ বয়সে তরুণরা বিভ্রান্তি বা চরমপন্থী চিন্তার ফাঁদে পড়ে যেতে পারেন। তাই বিষয়টি নিয়ে আরও ভাবনা প্রয়োজন।
লেবার পার্টি বলছে, যেহেতু ১৬ বছর বয়সীরা কাজ করে, কর দেয়, তাই তাদেরও দেশের ভবিষ্যৎ নির্ধারণে মত দেওয়ার অধিকার থাকা উচিত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঐতিহ্যগতভাবে তরুণ ভোটাররা লেবারকে সমর্থন করলেও সাম্প্রতিক সময়ে সমর্থন অনেকটাই হ্রাস পেয়েছে।
অনেক তরুণ এখন গ্রিন পার্টি বা নাইজেল ফারাজের রিফর্ম ইউকে’র দিকে ঝুঁকছেন। বিশেষ করে গাজা যুদ্ধ ইস্যুতে সরকারের অবস্থান তরুণদের ক্ষুব্ধ করেছে। এতে করে গ্রিন পার্টির মত বামপন্থী বিকল্প শক্তির সমর্থন বেড়েছে।
তবে বড় চ্যালেঞ্জ হলো তরুণদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। কারণ ঐতিহাসিকভাবে এই বয়সী ভোটারদের ভোটার উপস্থিতি সবসময়ই কম ছিল। ফলে বড় দলগুলোর সামনে রয়েছে দ্বিগুণ চ্যালেঞ্জ—তাদের সমর্থন পাওয়া এবং ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।