৮ ঘণ্টায় রহস্য উদঘাটন: কুয়াকাটায় যুবককে গামছা পেঁচিয়ে হত্যা, গ্রেপ্তার ২

৮ ঘণ্টায় রহস্য উদঘাটন: কুয়াকাটায় যুবককে গামছা পেঁচিয়ে হত্যা, গ্রেপ্তার ২
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার ৮ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মহিপুর থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার।

পুলিশ জানায়, ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুয়াকাটার একটি জঙ্গল থেকে সবুজের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১৯ জুলাই ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত লাল চাঁন (২৪) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, আরও এক অভিযুক্ত বেল্লালকে সকাল সাড়ে ৬টার দিকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে আসে, পারিবারিক আত্মীয়তা ও মোবাইল গেম খেলার সূত্র ধরে বন্ধুত্ব গড়ে ওঠে সবুজ, লাল চাঁন ও বেল্লালের মধ্যে। ঘটনার দিন সবুজ প্রথমে লাল চাঁনের মোবাইল ব্যবহার করে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন, এরপর নিজের মোবাইল দিয়ে লাল চাঁনের একটি ব্যক্তিগত ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর রাত সোয়া ১টার দিকে নির্জন স্থানে নিয়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় সবুজকে।

পরে লাশটি লতাপাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় তারা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমের মোবাইল ফোন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ