অস্কার মনোনয়ন পেয়েছে তুন্দো কোরাস সংগীতদল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দক্ষিণ আফ্রিকার কাইচা শহরের একেবারে প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে এক বিশেষ সংগীতদল—"তুন্দো কোরাস"। দুই বছর আগে যাত্রা শুরু করা ৩৫ সদস্যের এই কোরাস দল সংগীতকে আশ্রয় করে গড়ে তুলেছে এক স্বপ্নের জগৎ। দলটির সহ-প্রতিষ্ঠাতা ও সংগীত পরিচালক ইসাকা মাকাজানা নিজেই এই দলের জন্য রচনা করেছেন একাধিক হৃদয় ছোঁয়া গান। ঐতিহ্যবাহী আফ্রিকান সুর আর নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা মিশে গিয়েছে তাদের প্রতিটি গানে।
ইসাকার মতে, "আমরা আমাদের ভাষায় গান করি, কারণ এটি আমাদের পরিচয় বহন করে। কেউ বুঝুক বা না বুঝুক, সংগীত অনুভব করার বিষয়।" তুন্দো কোরাস শুধু একটি সৃজনশীল প্ল্যাটফর্ম নয়, বরং অপরাধ ও বেকারতায় জর্জরিত এক এলাকায় নতুন প্রজন্মের প্রতিভাকে উৎসাহিত করার একটি মাধ্যম।
বর্তমানে তারা পেছনের উঠান কিংবা উন্মুক্ত স্থানেই অনুশীলন করে থাকেন। তবে আগামী ছয় মাসের মধ্যে একটি স্থায়ী জায়গা পাওয়ার আশায় আছে তারা। ইতোমধ্যেই তাদের সংগীত আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গেছে। ফ্রান্সের এক শিল্পী তাদের গান সোশ্যাল মিডিয়ায় শুনে তাদের প্যারিস সফরে আমন্ত্রণ জানান। গত জুনে ১৪ জন সদস্য প্রথমবার দেশের বাইরে গিয়ে অংশ নেন ইউরোপের সাংস্কৃতিক সফরে। দলের ২৬ বছর বয়সী গায়িকা জিনসে মাজোতো জানান, “এই সফর ছিল একইসাথে রোমাঞ্চকর ও ভয়ের। বিদেশে গিয়ে নতুন ভাষার মানুষের সঙ্গে সংগীতের মাধ্যমে বন্ধন গড়ে তোলা ছিল দারুণ অভিজ্ঞতা।”
তুন্দো কোরাস ইতিমধ্যে এক স্থানীয় সিনেমার সুরসজ্জার কাজ করেছে, যেটি পরে অস্কারে মনোনয়ন পেয়েছে। মাত্র ৯ বছর বয়সী এক কিশোরীর কণ্ঠে প্রতিফলিত হচ্ছে তাদের ভবিষ্যৎ—যেখানে সংগীতই জীবনের দিশা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।