গাজায় মানবিক সংকট নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতিসংঘে গাজায় মানবিক সংকট নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উদ্বেগ জানিয়ে স্লোভেনিয়া বৈঠকের আহ্বান করে। স্লোভেনিয়ার প্রতিনিধি জানান, “নির্যাতন থামছে না, সীমান্ত বন্ধ, খাদ্য সরবরাহ বন্ধ। মানুষ ক্ষুধায় মরছে।”
ইসরায়েল কর্তৃক মাসের পর মাস খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে গাজার ২২ লক্ষ মানুষকে দক্ষিণাঞ্চলের ধ্বংসপ্রাপ্ত রাফা শহরে জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এটিকে ‘মানবিক শহর’ বললেও স্পষ্ট করে জানিয়েছেন, ফিলিস্তিনিদের সেই শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক সদস্য দেশ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এমন প্রস্তাবনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য এ ধরনের পরিকল্পনাকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন নীতিমালার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে।
জাতিসংঘ কর্মকর্তারাও এই প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, এটি কার্যত একটি ‘রাজনৈতিক বন্দী এবং জাতীয় বা সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের জন্য অন্তরীণ কেন্দ্র ’ (concentration camp) তৈরির শামিল।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই ধরনের পদক্ষেপের পক্ষে অবস্থান নেওয়া বা সমর্থন করা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেকোনো দেশকে আন্তর্জাতিক অপরাধে সহযোগিতার দায়ে ফেলতে পারে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল অনুমতি দিলে তারা আরও বেশি খাদ্যসামগ্রী নিরাপদভাবে সরবরাহ করতে পারত।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।