সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করলেন হাইকোর্ট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগসংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
২০ জুলাই, রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, হাইকোর্ট আদেশে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। পুরো আদেশের অনুলিপি পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন। ওই রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপি নেতা সারজিস আলম মন্তব্য করেন,
“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?”
এ মন্তব্যকে কেন্দ্র করে আইনজীবী জসিম উদ্দিন ২৮ মে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ এনে রিট আবেদন করেন। এর আগে সারজিস আলমকে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি তা পালন না করায় আদালত অবমাননার রিট দায়ের করা হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।