ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর তা নিয়ে তীব্র বিতর্ক ও বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় সপ্তাহে রাস্তায় নামছেন আন্দোলনকারীরা।
এই সংস্থাটি মূলত ব্রিটিশ অস্ত্র কোম্পানিগুলোর বিরুদ্ধে সরাসরি কর্মসূচি গ্রহণ করে থাকে, যারা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করে। সম্প্রতি সংগঠনটির কিছু সদস্য একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রবেশ করে সামরিক বিমান রঙ করা ও ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত হয়। এর পরপরই ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে।
নিষেধাজ্ঞার পর গত কয়েক সপ্তাহে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রকাশ্যে এই সংগঠনের পক্ষে কথা বলেছিলেন বা সমর্থন জানিয়েছিলেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই ধরনের সমর্থন প্রকাশ করাও এখন অপরাধ এবং দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি বিচারিক পর্যালোচনার আবেদন সোমবার আদালতে তোলা হবে। সমালোচকরা বলছেন, এই নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক আন্দোলনের অধিকারকে বিপন্ন করে তুলছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাজনৈতিক মতের জন্য কাউকে সন্ত্রাসী আখ্যা দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। যুক্তরাজ্যের সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।
প্যালেস্টাইন অ্যাকশন কর্তৃপক্ষ এখনও তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা বলছে, “আমাদের কর্মকাণ্ড গণবিরোধী নয়, বরং যুদ্ধের বিরুদ্ধে, মানবতা রক্ষার পক্ষে।”
সোমবারের বিচারিক পর্যালোচনার রায় এই ইস্যুতে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।