ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘উইফা’, সর্বোচ্চ সতর্কতা জারি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হংকংয়ে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘উইফা’। এরই মধ্যে শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড় সতর্কতা। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটারের বেশি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। প্রবল বৃষ্টিপাতে শহরজুড়ে জনজীবন বিপর্যস্ত। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট।
হংকং রেড ক্রসের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক টেরি ওয়ং জানিয়েছেন, “বর্তমানে টাইফুন সতর্কতার সর্বোচ্চ সংকেত জারি রয়েছে এবং আগামী ১-২ ঘণ্টা তা বহাল থাকতে পারে।” তিনি বলেন, “সরকারি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২০০টিরও বেশি গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।”
টাইফুনের প্রভাব পড়ার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করেছে হংকং রেড ক্রস। হংকংয়ের পশ্চিমাঞ্চলের হাইও এলাকার মতো ঝুঁকিপূর্ণ স্থানে আগাম সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে জরুরি প্রস্তুতি সামগ্রী। প্রায় ২০০টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও, প্রবীণদের বাসস্থানে বন্যারোধী ব্যারিকেড বসানো, আসবাবপত্র সরিয়ে নেওয়াসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
টেরি ওয়ং জানান, “গত দুই বছরেও প্রবল বৃষ্টিপাত ও টাইফুনে বিপর্যস্ত হয়েছিল হংকং, তাই এবার সবাই আগেই প্রস্তুতি নিয়েছে।” তিনি আশ্বাস দেন, “রেড ক্রস দুর্যোগের সময় এবং পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।