চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে ডগ স্কোয়াডসহ কঠোর নিরাপত্তা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার চট্টগ্রামে বিকেলের সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জ ও কক্সবাজারে দলটির পূর্ববর্তী কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা ঘটায় এবার চট্টগ্রামের কর্মসূচিতে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, কড়া নজরদারির পাশাপাশি দায়িত্বে রয়েছে ডগ স্কোয়াডও।
এনসিপির কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৫টা ৩০ মিনিটে নগরীর বহদ্দারহাট থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে এক সমাবেশের মধ্য দিয়ে। সমাবেশ ঘিরে বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় সকাল থেকেই অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম মহানগর পুলিশের একটি বিশেষ দল শনিবার রাতে এনসিপির শীর্ষ নেতাদের অবস্থানস্থল ‘মোটেল সৈকত’-এ ডগ স্কোয়াড দিয়ে দেড় ঘণ্টার তল্লাশি চালায়। নিরাপত্তার স্বার্থে সেখানে সাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ বিকেলে নেতারা কাপ্তাই রাস্তার মাথা হয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করবেন বলেও জানিয়েছে পুলিশ।
এনসিপির চট্টগ্রাম মিডিয়া সেলের প্রধান আরাফাত আহমেদ রনি বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চাই। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই সমাবেশে অংশ নেবেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, “সমাবেশ যাতে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নেতাদের চলাচলের পথেও নজরদারি থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।