খাদ্য সংকটে শিশুসহ মৃত্যুর ঝুঁকিতে কেনিয়ার ৮ লাখ শরণার্থী

খাদ্য সংকটে শিশুসহ মৃত্যুর ঝুঁকিতে কেনিয়ার ৮ লাখ শরণার্থী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কেনিয়ার কাকুমা শরণার্থী শিবিরে সহায়তা হ্রাসের কারণে চরম খাদ্য সংকটে পড়েছেন প্রায় ৮ লাখ শরণার্থী। মালপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা করাচ্ছেন এমন হাসপাতালগুলোও এখন বিপর্যস্ত। হাসপাতালে ভর্তি শিশু ম্যাকোর কোয়াল কলেরা থেকে সেরে উঠলেও পুষ্টিহীনতায় ভুগছে। আরেক শিশু এস্থারও দুর্বল হয়ে পড়েছে, অনেকে মৃত্যুর মুখে।

মায়েরা জানিয়েছেন, তাদের ঘরে শুধুমাত্র চাল, ডাল আর রান্নার তেল থাকে। তা দিয়ে পুষ্টিকর খাবার তৈরি সম্ভব নয়। আন্তর্জাতিক রেসকিউ কমিটির পরিচালিত হাসপাতালগুলো খাদ্য সহায়তা নির্ভর করে যুক্তরাষ্ট্রের অনুদানের উপর। তবে সাম্প্রতিক অনুদান কেটে নেওয়ায় চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বলছেন, এপ্রিল মাসে অপুষ্টিজনিত মৃত্যুর হার অত্যন্ত বেড়ে গেছে। কমিউনিটি পর্যায়ে কর্মী সংকটের কারণে শিশুদের অবস্থা শনাক্ত করতে দেরি হচ্ছে।

বিশ্ব খাদ্য সংস্থা (WFP) জানিয়েছে, খাদ্য গুদাম প্রায় খালি হয়ে গেছে। দক্ষিণ কোরিয়া থেকে কিছু খাদ্য সামগ্রী আসলেও তা সকলের চাহিদা পূরণে অপ্রতুল। তাই সবচেয়ে জরুরি অবস্থায় থাকা মানুষদের অগ্রাধিকার দিতে বাধ্য হচ্ছে সংস্থাটি।

গত জুনে শেষবার খাদ্য বিতরণ করা হয়েছিল, যেখানে মোট চাহিদার মাত্র ৩০% দেওয়া সম্ভব হয়। এটাই ইতিহাসের সর্বনিম্ন সহায়তা। শরণার্থী মাংগা মাংগা বলেন, তিনি ১৭ জন সদস্যের পরিবারে চাল, ডাল ও তেল দিয়েই কোনোমতে দিন কাটান। রেশন আরও ১০% কমতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

যথাযথ সাহায্য ছাড়া হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মুখে। খাদ্য, চিকিৎসা এবং সহায়তার অভাবে শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ