শান্তির প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার সঙ্গে একটি নতুন শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রুশ বিমান হামলায় তিনজন নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান। জেলেনস্কি বলেন, “আলোচনার গতি ত্বরান্বিত করতে হবে। যুদ্ধবিরতির জন্য যা কিছু সম্ভব, আমাদের করতে হবে। রুশপক্ষ সিদ্ধান্ত নিতে এড়িয়ে যাচ্ছে, তাদের এই অবস্থান বদলাতে হবে।”
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, শিশুদের ফিরিয়ে আনা ও হত্যাযজ্ঞ বন্ধের জন্য শীর্ষ পর্যায়ে বৈঠক প্রয়োজন। “ইউক্রেন এ ধরনের বৈঠকের জন্য প্রস্তুত,” জেলেনস্কির বক্তব্য।
কিয়েভ থেকে অরোরা চালিন্স জানিয়েছেন, জেলেনস্কি আগামী সপ্তাহেই আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে প্রস্তুত আছেন। তবে পূর্বেও বেশ কয়েকবার এই প্রস্তাব দিলেও পুতিন তা প্রত্যাখ্যান করেছেন।
জেলেনস্কির গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, “এ বছরেই শান্তি সম্ভব। খুব কঠিন কিছু নয়, তবে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র—এই তিন পক্ষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
বিশ্লেষকদের মতে, এবার জেলেনস্কির মূল বার্তা পুতিনকে নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই। কারণ, জেলেনস্কি নিজেকে শান্তিপ্রত্যাশী হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকে।
বর্তমান পরিস্থিতিতে, ইউক্রেনের প্রতিরোধ আর শান্তি চেষ্টার মাঝে কূটনৈতিক কৌশলের এই পালাবদল বিশেষভাবে নজর কাড়ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।