গোপালগঞ্জে ১৪৪ ধারা বহাল, শহরে টহলে আইনশৃঙ্খলা বাহিনী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গোপালগঞ্জে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার পর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার (২০ জুলাই) সকাল থেকে জেলাব্যাপী ১৪৪ ধারা জারি রয়েছে। শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি ছিল। এরপর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান রবিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখার ঘোষণা দেন।
১৪৪ ধারার আওতায় সভা-সমাবেশ, মিছিল ও একাধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা প্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
রবিবার সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সীমিত আকারে ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে এবং কিছু যানবাহন চলাচল করছে। সড়কের মোড়ে মোড়ে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এইচএসসি পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি-বেসরকারি অফিস-আদালতও খোলা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জনমনে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার এনসিপি’র (জাতীয় নাগরিক পার্টি) ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। পরে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরও একজন মারা যান।
এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় চারটি মামলা হয়েছে। এতে আওয়ামী লীগের ৩ হাজার ৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, এ পর্যন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতির ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।