রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রবিবার সকাল থেকে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৯ মিনিটে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এ ঘটনায় আশপাশের উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
প্রাথমিকভাবে ৫ ও ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্পের পর সতর্কতা জারি না করা হলেও ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর ইউএসজিএস জানায়, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের কাছে প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, বেরিং সাগরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কমান্ডার দ্বীপপুঞ্জে সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার এবং কামচাটকা উপদ্বীপে ১৫ থেকে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। জাপান এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলে এর প্রভাব তুলনামূলকভাবে কম হলেও সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার ঢেউ দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৭.৪ মাত্রার প্রধান ভূমিকম্পের পরপরই ৬.৭ মাত্রার আরও একটি ভূমিকম্পসহ একাধিক আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকা অঞ্চলের রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে।
উল্লেখ্য, কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ফলে অঞ্চলটি প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ১৯০০ সালের পর থেকে এই অঞ্চলে ৮.৩ বা তার বেশি মাত্রার সাতটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।