দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২০ জুলাই) ভোরে গিয়ংগি প্রদেশের গ্যাপিয়ং শহরে একটি বাড়ি ধসে পড়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।
প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যানবাহন। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় সানচেং কাউন্টিতে পাঁচ দিনে ৮০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। গ্যাপিয়ং শহরেই একদিনে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিজনিত দুর্যোগে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত আটজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। রাজধানী সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের গ্যাপিয়ং ছাড়াও গোয়াংজু ও সানচেংসহ একাধিক এলাকায় বন্যার পানি বাড়ছে। অনেক স্থানে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে। তবে এরপরই শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ, যা নতুন করে জনদুর্ভোগ তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই দক্ষিণ কোরিয়ায় এমন চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস কিংবা খরার মতো পরিস্থিতি এখন প্রায় প্রতি বছরই ঘটছে। উল্লেখ্য, ২০২২ সালেও দক্ষিণ কোরিয়ায় রেকর্ড বৃষ্টিতে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছিল।
সরকার দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।