ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় স্থাপন করেছে ইরান। রবিবার (২০ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক সেনা কর্মকর্তা বলেন, “জায়নবাদী শত্রু আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল। যুদ্ধে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেগুলো এখন পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।”
গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল আকস্মিকভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নজিরবিহীন বোমা হামলা চালায়। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। সংঘাত চলাকালীন তেহরানসহ বিভিন্ন এলাকায় বারবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে হয়।
সংঘাতে ইরানে নিহত হয় শতাধিক মানুষ। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারায় অন্তত ২৮ জন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। যদিও এনবিসি নিউজ জানিয়েছে, তিনটির মধ্যে একটিই পুরোপুরি ধ্বংস হয়েছে।
২৪ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজের সাম্প্রতিক মন্তব্যে ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিত পাওয়া গেছে। তারা জানিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুনরায় গড়ে তোলার সব পথ রুদ্ধ করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।