সৌদি আরবে এক সপ্তাহে ২৩ হাজার প্রবাসী আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২৩ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার (২০ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২৩ হাজার ১৬৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪ হাজার ৫২৫ জন আবাসন আইন, ৫ হাজার ৫১১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩১৩ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হন।
এছাড়া সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৫৯৩ জনকে আটক করা হয়, যাদের বেশিরভাগই ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিক। এদের মধ্যে ইথিওপিয়ান ৬৯ শতাংশ ও ইয়েমেনি ৩০ শতাংশ। অন্যদিকে অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টায় আরও ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সৌদি নাগরিকসহ আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আইন লঙ্ঘনকারী প্রবাসীদের আশ্রয় ও পরিবহনে সহায়তা করছিলেন। বর্তমানে ১৬ হাজার ৪৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। তাদের মধ্যে ১৪ হাজার ২৫৫ জন পুরুষ এবং ২ হাজার ১৮৬ জন নারী।
এছাড়া গ্রেপ্তার হওয়া ৮ হাজার ৬২২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যাতে তারা ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে পারেন। অন্যদিকে ৩ হাজার ৩৯৩ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের চূড়ান্ত পর্যায়ে এবং ইতোমধ্যে ১০ হাজার ৫৮৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি সরকার সতর্ক করেছে, দেশটিতে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।