ভারত-পাকিস্তান সংঘাতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনায় অন্তত পাঁচটি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৯ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে এই মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। আমি সবচেয়ে গর্বিত এই কারণে যে আমরা গুরুতর কিছু যুদ্ধ থামিয়েছি—যেগুলো দীর্ঘস্থায়ী হতে পারত। আপনারা দেখেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। পাঁচটি বিমান গুলিতে ভূপাতিত হয়েছিল—চারটা অথবা পাঁচটা। তবে আমার ধারণা, সংখ্যাটি পাঁচই ছিল।”
তবে ট্রাম্প স্পষ্ট করে বলেননি, কোন পক্ষের কতটি বিমান ধ্বংস হয়েছে।
পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতের বিমানবাহিনী পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে হামলা চালালে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। অপরদিকে, ভারত জানায় যে তারা “কয়েকটি” পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করেছে।
ভারতের এক জ্যেষ্ঠ জেনারেল সম্প্রতি বলেছেন, সংঘর্ষের প্রথম দিনেই বিমান হারানোর ক্ষতির মুখে পড়ে ভারত কৌশল পরিবর্তন করে এবং যুদ্ধবিরতির আগেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, পাকিস্তান জানায় যে তারা ভারতের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ২৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যদিও ভারত তাদের বিমান ভূপাতিত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, গত মে মাসের শুরুতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।