ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন আরও দুজন। দেশটির উপকূলীয় শহর মান্তা ও নিকটবর্তী মন্টেক্রিস্টি শহরের সংযোগকারী মহাসড়কে রোববার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের একজন তদন্ত কর্মকর্তা জুয়ান কার্লোস মার্টিলো জানিয়েছেন, একটি পিকআপ ট্রাক ও একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষের ফলেই হতাহতের এই ঘটনা ঘটে। তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে লেন লঙ্ঘনের সন্দেহ করছি, তবে চূড়ান্ত তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে, যাদের বয়স যথাক্রমে ৬ ও ১১ বছর। মার্টিলো আরও বলেন, “নিহতদের সংখ্যা বিবেচনায় ধরে নেওয়া যায়, অন্তত একটি গাড়িতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল।”
পানামা টুপি তৈরির জন্য বিশ্ববিখ্যাত এই অঞ্চলের সড়কে এমন দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের ছায়া ফেলেছে।
ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৭৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬৫ জন। আর ২০২৪ সালের পুরো বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনার এক-তৃতীয়াংশেরও বেশি ঘটছে চালকদের বেপরোয়া গতি ও অনভিজ্ঞতার কারণে। তারা আরও জানান, ট্রাফিক নিয়মের যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ এবং যাত্রীদের সচেতনতা বাড়ানো না গেলে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা কঠিন হবে।
দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।