তালেবানের হাতে তুলে দেওয়ার আশঙ্কায় ৩২ আফগান শরণার্থী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আফগান শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠানোর পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি এখনই তাদের রক্ষা করার চেষ্টা শুরু করছি।” রোববার (২০ জুলাই) এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদন অনুসারে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ‘জাস্ট দ্য নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে এই মন্তব্য করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি শরণার্থী ক্যাম্পে থাকা ৩২ জন আফগান নাগরিককে তালেবানের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি।
সংবাদমাধ্যমটির দাবি, কোনও পূর্ব ঘোষণা ছাড়াই আমিরাতের কর্মকর্তারা ক্যাম্পে এসে শরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা জানান এবং তাদের পাসপোর্ট জব্দ করেন। এই আচরণে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেই সময় হাজারো আফগান নাগরিক দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তাদের অনেকেই আশ্রয় নেন সংযুক্ত আরব আমিরাতে।
জাতিসংঘের আফগানিস্তানে মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট এই পরিস্থিতিকে “গভীর উদ্বেগজনক” আখ্যা দিয়ে বলেন, “আফগানিস্তান এখনো নিরাপদ নয়। যারা জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে, তারা সহিংস প্রতিশোধ ও নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন।” তিনি আমিরাত সরকারকে এই উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, শরণার্থীদের এভাবে ফেরত পাঠানো আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার পরিপন্থী এবং এটি তাদের জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।