দিল্লি-লাহোরকে পেছনে ফেলে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দিল্লি-লাহোরকে পেছনে ফেলে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকায় কয়েকদিন ধরে বৃষ্টি না থাকায় বায়ুদূষণ আবারও বাড়তে শুরু করেছে। সোমবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর একিউআই (বায়ুমান সূচক) স্কোর রেকর্ড করা হয় ১৫২, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে শ্রেণিভুক্ত। এই অবস্থানে ঢাকা উঠে এসেছে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার তৃতীয় স্থানে।

এর আগের দিন একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৬২, যা ‘মাঝারি’ পর্যায়ের মধ্যে ছিল। বৃষ্টির প্রভাবে কয়েকদিন ঢাকার বায়ুমান খানিকটা উন্নত হয়েছিল। কিন্তু বৃষ্টি থামার পর একদিনের ব্যবধানে দূষণ মাত্রায় এমন উদ্বেগজনক বৃদ্ধি দেখা গেছে।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার পাশাপাশি রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের লাহোর। তবে এই শহরগুলোর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দিল্লি রয়েছে তালিকার দশম স্থানে একিউআই স্কোর ৯৯ নিয়ে এবং লাহোর রয়েছে ষষ্ঠ স্থানে স্কোর ১১৮ নিয়ে। আগের দিন লাহোর ছিল তৃতীয় স্থানে স্কোর ১৪৯-সহ।

এদিন তালিকার শীর্ষে ছিল আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালা (স্কোর ১৫৯)। দ্বিতীয় স্থানে ছিল চিলির সান্তিয়াগো (১৫৪) এবং চতুর্থ স্থানে ছিল ইন্দোনেশিয়ার জার্কাতা (১৩৭)।

বিশেষজ্ঞদের মতে, ১৫১-২০০ একিউআই স্কোর মানে হলো বাতাস ‘অস্বাস্থ্যকর’। এ অবস্থায় সংবেদনশীল জনগোষ্ঠী যেমন শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত রোগীদের সতর্ক থাকতে বলা হয়। সূচক ২০০ ছাড়িয়ে গেলে তা হয় ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়িয়ে গেলে তা হয় ‘বিপজ্জনক’।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারণে পাঁচটি উপাদান বিবেচনায় নেওয়া হয়—পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর একটি। সাধারণত শীতে বায়ুমান সবচেয়ে খারাপ হয়, আর বর্ষাকালে কিছুটা উন্নতি দেখা যায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ