উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাল জাপানের ক্ষমতাসীন জোট

উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাল জাপানের ক্ষমতাসীন জোট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাপানের উচ্চকক্ষের নির্বাচনে ক্ষমতাসীন জোট লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও অংশীদার কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি এখনই পদত্যাগের কোনো পরিকল্পনা করছেন না।

রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ছিল। ভোট শেষে ইশিবা বলেন, “এই কঠিন ফলাফল আমি আন্তরিকভাবে মেনে নিচ্ছি। এখন আমার দৃষ্টি বাণিজ্য আলোচনা।”

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে জোটের প্রয়োজন ছিল ৫০টি আসন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, তারা পেয়েছে মাত্র ৪৭টি আসন। একটি আসনের ফলাফল এখনো প্রকাশ হয়নি।

বিশ্লেষকরা বলছেন, এলডিপির রক্ষণশীল ভোটব্যাংক এবার বিভক্ত হয়েছে। কান্দা ইউনিভার্সিটির জেফরি হল বলেন, “ইশিবাকে অনেকেই যথেষ্ট রক্ষণশীল মনে করেন না, বিশেষ করে শিনজো আবে সমর্থকরা। ফলে কিছু ভোট চলে গেছে অভিবাসনবিরোধী অবস্থান নেওয়া সানসেইতো পার্টির দিকে।”

সানসেইতো পার্টি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো ও ‘জাপানিজ ফার্স্ট’ মতাদর্শ প্রচার করে আলোচনায় এসেছে। বিদেশী নাগরিকদের নিয়ে নেতিবাচক জনমত কাজে লাগিয়ে তারা ভোটার আকর্ষণ করেছে।

বিশ্লেষকদের মতে, জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং এলডিপির সাম্প্রতিক দুর্নীতির ঘটনা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলেছে।

উল্লেখযোগ্য যে, এলডিপির শেষ তিন প্রধানমন্ত্রীও উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দুই মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ফলে দলীয় নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাব্য নেতা হিসেবে আলোচনায় আছেন সানায়ে তাকাইচি, শিনজিরো কইজুমি ও তাকাইয়ুকি কোবায়াশি।

ক্ষমতার ভারসাম্যে এই পরিবর্তন যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ