গাজা ইস্যুতে প্রশ্নবিদ্ধ নিউইয়র্ক টাইমসের ভূমিকা

গাজা ইস্যুতে প্রশ্নবিদ্ধ নিউইয়র্ক টাইমসের ভূমিকা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে ‘গণহত্যার সহযোগী’ আখ্যা দিয়েছে ‘রাইটারস অ্যাগেইনস্ট দ্য ওয়ার অন গাজা’ (ডব্লিউএজিওজি)। সংগঠনটি এক বিবৃতিতে দাবি করেছে, নিউইয়র্ক টাইমস ধারাবাহিকভাবে ইসরাইলপন্থী অবস্থান নিয়েছে এবং ইসরায়েলি লবিং গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্তদের নিয়েই পরিচালিত হচ্ছে।

গত ১৬ জুলাই ডব্লিউএজিওজি একটি বিশদ নথি প্রকাশ করে। এতে টাইমসের শীর্ষস্থানীয় সাংবাদিক ও সম্পাদকের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ইসরায়েলি গোষ্ঠীর যোগসূত্র তুলে ধরা হয়। অভিযোগে বলা হয়েছে, পত্রিকাটি ফিলিস্তিন, দখল, গণহত্যা বা জাতিগত নিধনের মতো শব্দ এড়িয়ে চলে—এমনকি এসব শব্দ ব্যবহার না করতে সাংবাদিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের দাবি, টাইমস কেবল তথ্য গোপন করছে না, বরং যুদ্ধাপরাধের বৈধতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। সংবাদমাধ্যমটির কিছু সাংবাদিক ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সদস্য বা তাদের পরিবার সেই বাহিনীর সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করা হয়।

ডব্লিউএজিওজির অনুসন্ধান মন্ডোওয়াইস, দ্য ইলেকট্রনিক ইন্তিফাদা এবং ফিলিস্তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি হয়েছে। সংগঠনটি অভিযোগ করে, নিউইয়র্ক টাইমস ইসরায়েলপন্থী বার্তা প্রচার করে মার্কিন সাম্রাজ্যবাদের মুখপাত্রে পরিণত হয়েছে।

এদিকে টাইমস কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পত্রিকাটির এক মুখপাত্র বলেন, “এটি সাংবাদিকদের ধর্ম, বিশ্বাস বা পারিবারিক যোগসূত্র টেনে এনে ব্যক্তিগত আক্রমণ। আমাদের স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ করতেই এই প্রচারণা চালানো হচ্ছে।”

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ইন্টারসেপ্ট, এবং অক্টোবরে বিবিসি ও সিএনএনের কিছু সাংবাদিক মূলধারার সংবাদমাধ্যমগুলোর পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের বিরুদ্ধে সমালোচনা করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ