আজ কিংস অ্যারেনায় জিতলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ

আজ কিংস অ্যারেনায় জিতলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও প্রতিদ্বন্দ্বী নেপাল। যদিও এটি আনুষ্ঠানিক ফাইনাল নয়, তবে ম্যাচটিকেই অঘোষিত ফাইনাল বলা হচ্ছে। সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে হাইভোল্টেজ এই লড়াই।

এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশের সামনে আজ রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্টে শীর্ষে আছে আফিদা-জয়নবরা। অন্যদিকে, পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। প্রথম লেগে দুই দলের লড়াইয়ে ৩-২ গোলে জিতেছিল লাল-সবুজের মেয়েরা।

আজকের ম্যাচে বাংলাদেশকে শিরোপা ধরে রাখতে হলে জয় নয়, কেবল হার এড়ালেই চলবে। ড্র করলেও চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এমনকি ১-০ ব্যবধানে হারলেও টাইব্রেকারে শিরোপা নির্ধারিত হবে। তবে ২-০ ব্যবধানে হারলে শিরোপা যাবে নেপালের ঘরে।

গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে টুর্নামেন্টের শেষ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। তবে আজকের ম্যাচ ফিরছে মূল ভেন্যুতে। ফলে দর্শকদের জন্য থাকছে বাড়তি উত্তেজনা।

চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে থাকলেও আফিদাদের জন্য ম্যাচটি সহজ হবে না। কারণ নেপালও রয়েছে দুর্দান্ত ফর্মে। তবে স্বাগতিক মাঠ, দর্শকদের সমর্থন ও আগের জয় – সব মিলিয়ে মনোবলে এগিয়ে থাকবে বাংলাদেশ।

সোমবার রাতেই নির্ধারিত হবে এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন। জয়, ড্র বা সম্মানজনক হার—সবই আজ ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ