অভিষিক্ত মিচেল ওয়েন ঝড়ে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জ্যামাইকার সাবিনা পার্কে নিজের অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে ঝলসে উঠলেন অস্ট্রেলিয়ার নতুন অলরাউন্ডার মিচেল ওয়েন। তার দুর্দান্ত পারফরম্যান্সে টানটান উত্তেজনায় ভরা প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি অভিষেকে ওয়েন খেলেন ২৭ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৬টি বিশাল ছক্কা। এই ইনিংসের মাধ্যমে রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পাশে জায়গা করে নিলেন অভিষেকে হাফসেঞ্চুরি করে। তার সঙ্গে ক্যামেরন গ্রিনের জুটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ৪০ বলে গড়া ৮০ রানের জুটিতে অস্ট্রেলিয়া উঠে দাঁড়ায় ৭৮ রানে ৪ উইকেট হারানোর বিপর্যয় কাটিয়ে।
গ্রিনও ছিলেন সমান বিধ্বংসী। ২৬ বলে ৫টি ছক্কা ও ২টি চারে করেন ৫১ রান। এর আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৬০) গড়ে দেন ভিত্তি। তবে শেষ ৫ ওভারে মাত্র ৩০ রানে ৬ উইকেট হারিয়ে বড় স্কোর করতে ব্যর্থ হয় ক্যারিবীয়রা।
শেষদিকে বেন ডোয়ারশুইস একাই নেন ৪ উইকেট, যার মধ্যে এক ওভারে ৩টি। তার সঙ্গে নাথান এলিসও যোগ দেন সঙ্গী হিসেবে। দুজনে শেষ ১৬ বলে দেন মাত্র ৭ রান, তুলে নেন ৪টি উইকেট।
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ফ্রেজার-ম্যাকগার্ক, মার্শ, ইংলিস ও ম্যাক্সওয়েল ব্যর্থ হলেও ওয়েন ও গ্রিনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় অজিরা। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং ভুগিয়েছে, মিস ফিল্ড ও ক্যাচ ফেলে ম্যাচ হাতছাড়া করেছে তারা।
অস্ট্রেলিয়ার হাতে জয় আসে ৭ বল হাতে রেখেই। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল মিচেল মার্শের দল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।