বিরল বাদুরের কামড়ে অস্ট্রেলিয়ান নাগরিকের করুণ মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (NSW) এক ব্যক্তি বিরল প্রজাতির ব্যাট ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অস্ট্রেলিয়ান ব্যাট লাইসাভাইরাস (Australian Bat Lyssavirus - ABLV) নামের এই ভাইরাসটি রেবিস ভাইরাসের ঘনিষ্ঠ আত্মীয় এবং মানুষের দেহে একবার উপসর্গ দেখা দিলে কার্যকর কোনো চিকিৎসা নেই।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ব্যক্তি ৫০ বছর বয়সী ছিলেন এবং কয়েক মাস আগে একটি বাদুরের কামড়ে আক্রান্ত হন। কামড়ের পর তিনি চিকিৎসা নিলেও তা কার্যকর হয়নি। চলতি সপ্তাহেই তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে মৃত্যুবরণ করেন।
NSW হেলথ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা এই ট্র্যাজিক ঘটনায় তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।" পাশাপাশি স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে সতর্ক করে বলেছেন, যে কোনো বাদুরই এই ভাইরাস বহন করতে পারে এবং এটি মানুষের জন্য মারাত্মক হতে পারে।
লাইসাভাইরাস সাধারণত বাদুরের লালা থেকে কামড় বা আঁচড়ের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এ ভাইরাসটি অস্ট্রেলিয়ার ফ্লাইং ফক্স, ফলভোজী বাদুর এবং মাইক্রোব্যাট প্রজাতির মধ্যে শনাক্ত হয়েছে।
NSW হেলথের হেলথ প্রটেকশন বিভাগের পরিচালক কিয়েরা গ্লাসগো জানান, ২০২৪ সালে এখন পর্যন্ত ১১৮ জন বাদুরের কামড় বা আঁচড়ের পর চিকিৎসা নিয়েছেন। তবে এবারের ঘটনাটি নিউ সাউথ ওয়েলস রাজ্যে এই ভাইরাসে প্রথম নিশ্চিত মৃত্যু এবং সমগ্র অস্ট্রেলিয়ায় এটি চতুর্থ।
গ্লাসগো সবাইকে অনুরোধ করেছেন, বাদুর থেকে দূরে থাকতে এবং কেবল প্রশিক্ষিত ও ভ্যাকসিনপ্রাপ্ত বন্যপ্রাণী কর্মীদের দ্বারাই বাদুরকে হ্যান্ডল করতে দিতে। কেউ কামড় বা আঁচড় খেলে ১৫ মিনিট ধরে সাবান ও পানি দিয়ে ক্ষত স্থান ধুয়ে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে এবং জরুরি চিকিৎসা নিতে হবে, যার মধ্যে রয়েছে রেবিস ইমিউনোগ্লোবুলিন এবং রেবিস ভ্যাকসিন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।