মুজিববর্ষ পালন ও ১০ হাজার ম্যুরাল নির্মাণে দুর্নীতির অভিযোগে ৬৪ জেলার নথি চেয়েছে দুদক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মুজিববর্ষ পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ হাজারেরও বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে দেশের ৬৪ জেলা পরিষদের কাছে বিস্তারিত নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানকারী টিম জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, মুজিববর্ষ উপলক্ষে কত টাকা ব্যয় হয়েছে, কোন মন্ত্রণালয় বা বিভাগ থেকে অর্থায়ন হয়েছে, কতগুলো ম্যুরাল ও ভাস্কর্য নির্মিত হয়েছে এবং এসব নির্মাণে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয়।
এছাড়া কিছু কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হয়েছে বলে জানা গেছে। দুদকের উপপরিচালকের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি টিম এই অনুসন্ধানে দায়িত্ব পালন করছে।
দুদক চিঠিতে উল্লেখ করেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, এই প্রকল্পে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও তছরুপ ঘটেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রকল্প সংক্রান্ত রেকর্ড দ্রুত সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের নামে সারা দেশে স্থাপন করা হয়েছে এক হাজার ২২০টির বেশি ভাস্কর্য ও ম্যুরাল। বিভিন্ন বিভাগে এ সংখ্যা ভিন্ন হলেও প্রকৃত হিসাবের বাইরে আরো কয়েক হাজার নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
একইসঙ্গে ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০১৮ সালে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ জেলায় ৫৫০টি কিল্লা নির্মাণ করা হলেও এর অনেকগুলো ইতোমধ্যে ভেঙে পড়েছে বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনা ও টেকসইতা বিবেচনায় না রেখে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ফলে এই বিপুল রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটেছে। এই পরিস্থিতিতে দুদকের পদক্ষেপকে সাধুবাদ জানালেও, অনুসন্ধানের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।