চট্টগ্রামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে জেলায় করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৯ জনে। মৃত ব্যক্তি মো. মুজিবুর রহমান (৫৫), নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আজ সোমবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিবুর রহমান করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি নানা ধরনের জটিল রোগেও ভুগছিলেন। তিন দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ দুপুরে তিনি মারা যান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “মুজিবুর রহমানের শরীরে কোভিড-১৯ সংক্রমণের পাশাপাশি একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল। তাঁর চিকিৎসায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।”

সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের সবাই শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা জমা দিয়েছিলেন। তবে তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, করোনার প্রকোপ কিছুটা কমে এলেও সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি। বরং মাঝে মধ্যেই নতুন সংক্রমণ ও মৃত্যু দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক। তাই জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে সর্দি-জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা বেড়ে যাওয়ায় করোনার সংক্রমণ আবার বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যাঁরা আগে থেকেই শারীরিকভাবে দুর্বল, তাঁদের ঝুঁকি বেশি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ