উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩, শতাধিক হতাহতের শঙ্কা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই ভবনে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তবে কোচিং ক্লাস চলছিল এবং ভেতরে তখন প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দগ্ধ ও আহতদের মধ্যে অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদিকে যাদের অবস্থা তুলনামূলকভাবে ভালো, তাদের ভর্তি রাখা হয়েছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটির জরুরি বিভাগের সামনে থাকা চিকিৎসক ডা. অমল কান্তি নাথ বলেন, "যারা এখানে এসেছেন, তাদের সবাই কোনো না কোনোভাবে দগ্ধ হয়েছেন। তবে অধিকাংশের অবস্থা স্থিতিশীল।"
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে যায়। উদ্ধার তৎপরতার অংশ হিসেবে এক ব্যাগে করে একজনের মরদেহ আনা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে আহতদের স্বজনরা ভিড় জমিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের সামনে। তাদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। স্কুলের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। তবে প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।