বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনিস্টিটিউটে জরুরি সেবা চালু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই আগুন ধরে যায় এবং ব্যাপক ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। দুর্ঘটনার পরপরই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের নেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ৬০ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই শিশু ও শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ইফতিসার হোসেন ইফতি জানান, তার ভাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুল ছুটি হবার পরপরই তার সামনে বিমানটি বিধ্বস্ত হয়। তার ভাই অক্ষত থাকলেও বন্ধুটি আগুনে মারাত্মক দগ্ধ হয়েছে। এক শিক্ষার্থীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে ক্যাম্পাসের ভেতরেই ছিল। এখনো তার অবস্থার খবর পাইনি।’
বার্ন ইনস্টিটিউটে সরেজমিনে দেখা যায়, একের পর এক অ্যাম্বুলেন্স এসে রোগী নামিয়ে দিচ্ছে। স্বজনদের কান্না ও আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. অভিজিত বলেন, ‘আহতদের চিকিৎসায় আলাদা জরুরি সেবা চালু করা হয়েছে। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে।’
উত্তরা আধুনিক মেডিক্যাল হাসপাতাল থেকেও অনেক আহতকে ঢাকা মেডিক্যালে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।