বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই এটি স্কুল ভবনের উপর পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। আহতদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় অনেককে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। ফায়ার সার্ভিসের তথ্যমতে, আরও চারজনকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে আগুন লেগে যায়। স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে এটি আছড়ে পড়ে বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক সবুজ মিয়া। তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, তবে অনেক শিক্ষার্থী ও শিক্ষক তখনো ভেতরে অবস্থান করছিলেন।
ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, মিরপুরসহ আটটি ইউনিট। এখনো উদ্ধারকাজ চলমান রয়েছে।
সরকার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শোকবার্তা দিয়েছেন। নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সকল সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।