বিমান দুর্ঘটনায় দগ্ধ ২৮ জনের নামের তালিকা প্রকাশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরা এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই দগ্ধ অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে অধিকাংশই ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারী। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বেলা সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ অবস্থায় মোট ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের তালিকায় রয়েছে শিশুসহ কিশোর ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা। তারা হলেন: শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি, মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া, অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) ও সামিয়া।
এদিকে দুর্ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্কুলটির ভবনের একাংশ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সরকারিভাবে গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।